বাংলাধারা প্রতিবেদন »
সরকারঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারে মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই ) ভোরে লিজা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রিকশা চালকের নাম জানা যায়নি।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন পোশাক শ্রমিক। তারা হলেন- ছকিনা (৪০), জোসনা (২৫) তছলিমা (২৭)। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকসহ আহত ৪ জনকে সাড়ে ৬ টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ২ জনকে ২৮ নম্বর নিউরোসার্জারি ও ২ জনকে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রিকশাচালকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর