বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়া থানা এলাকায় চলমান মাদক বিরোধী সাঁড়াসি অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও জুয়াড়ীসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারী সহ ৫ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১২ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ মে) রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা অবদি থানার বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার বাঘাবাড়ী থানার দৌলতপুরের মিন্টু মিয়ার ছেলে মোঃ বাহার উদ্দিন (৩৭), বাকলিয়া থানার ইসমাইল ফয়েজ রোড নয়া মসজিদ এলাকার সৈয়দ আহম্মদ ছেলে মোঃ রফিক আহম্মেদ বাচা (২৫), খালাসী পুকুর পাড় আফসারের কলোনী এলাকার মোহাম্মদ হাবিবের স্ত্রী গোলজার বেগম (৪২),কুমিল্লা জেলার মুরাদনগর থানার পালাসুতা আলাউদ্দিন সরকারের বাড়ীর মোঃ রফিকের ছেলে নুর উদ্দিন ওরফে নুর মোহাম্মদ (৩২) ও বাকলিয়া থানার ওয়াজের পাড়া হাজী ফকির আহাম্মদ সওদাগর বাড়ীর মোঃ রফিক সওদাগরের ছেলে মোঃ সাদ্দাম হোসেন হিরু(২৪)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দীন বাংলাধারাকে জানান, চলমান মাদক বিরোধী সাঁড়াসি অভিযানে বাকলীয়া থানার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও জুয়াড়ীসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক নারী সহ ৫ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১২ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি বলেন, গ্রেফতারকৃত ৪৫ জন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি নিজাম উদ্দিন আরো বলেন, বাকলিয়া থানা এলাকায় বসবাসরত যুব সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করার জন্য মাদক বহনকারী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।পুলিশের মাদক বিরোধী এই অভিযানে এলাকার সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানিয়ে ওসি নিজাম মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিষয়ে কোন তথ্য পাওয়ার সাথে সাথে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বাকলিয়া থানা এলাকার সকল জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন।
বাংলাধারা/এফএস/এমআর