বাংলাধারা ডেস্ক »
নগরীর বাকলিয়া থানার ইসহাকপুল এলাকায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রায়হান হোসেন রাকিব (২৫) নামে এক যুবক ।
রবিবার (১৪ মার্চ) ভোরে মো. শাহজাহানের বাড়ির নিচতলায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
রায়হান হোসেন রাকিব নগরীর বহদ্দারহাট নতুন চাঁদগাও থানা এলাকার মৃত নুরুল আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন কুমার মল্লিক জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে ।
পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/এআই