বাংলাধারা ডেস্ক »
নগরীর বাকলিয়ায় স্মৃতি আক্তার (১৭) নামে এক গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন। শনিবার (২ এপ্রিল) দুপুরে বাকলিয়া থানার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ইসলাম সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে।
স্মৃতি আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর থানার চা বোর্ড এলাকার জাকির হোসেনের মেয়ে। তিনি নগরের বাদামতলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বাসায় সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি কাপড় দিয়ে আত্মহত্যা করেন। সেখান থেকে বাকলিয়া থানা পুলিশ গিয়ে স্মৃতি আক্তারকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।