বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় ফেসবুকে স্ট্যাটাসের জের ধরে রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষ। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বলিরহাট ঘাটকূল এলাকায় এ ঘটনা ঘটে।
রাকিবুল নগরের চান্দগাঁও থানার খাজা রোড কমিশনার গলির মো. শরিফের ছেলে। তার বাড়ি কর্ণফুলী উপজেলায়। তিনি ২০২১ সালে আলিম পাস করেছিলেন।
হাসপাতালে আনয়নকারী সাহেদ বলেন, নগরের খাজা রোড খরমপাড়ার মুখে ছুরিকাঘাতে আহত অবস্থায় রাকিবুল ইসলাম পড়েছিলেন। সেখান থেকে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিকেলে ঘাটকূল এলাকায় ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নিহত হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে।
বাংলাধারা/আরএইচআর