বাংলাধারা ডেস্ক »
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রণজিৎপুর গ্রামে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছেন। শুক্রবার ( ৩ মে ) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত নারী রনজিৎপুর গ্রামের মোজাহার হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (৫০) ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন বলেন, শুক্রবার দুপুরে শাহানুর বেগম বাড়ির উঠানে গরুর খড়ের গাদায় কাজ করছিলেন। এ সময়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বয়ে যাওয়া দমকা হাওয়ায় রেনট্রি গাছের একটি ডাল ভেঙে তার মাথার উপর পড়ে। তাকে আহত অবস্থায় স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি