খালেদ মনছুর, আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলার অন্যতম ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ ২১ সেপ্টেম্বর দুপুরে বাজারের সিইউএফএল সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ৫ জন হকারকে আটক এবং তাদের মালামাল জব্দ করা হয়। পরে বাজার ইজারাদারেদর সুপারিশে আর কোনদিন না বসার শর্তে আটক হকারদের ছেড়ে দেয়া হয় এবং জব্দ করা সবজিগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
জানা যায়, গত কোরবানির ঈদের পর থেকে চাতরী চৌমুহনী বাজারে প্রতিদিন যানজট লেঘে রয়েছে। বাজারের সিইউএফএল সড়কের অর্ধেক জায়গা জুড়ে হকারদের দখলে থাকায় স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারেনা। উপজেলা ভূমি সহকারি কমিশনারের নেতৃত্বে কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও পরে আবারো দখল করে নেয় হকাররা।
ফলে আজ উচ্ছেদ অভিযানে হকারদের মালামালসহ আটক করে নিয়ে যায়। পরে আর না বসার সম্মতিতে বাজার ইজারাদারদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। সময় জব্দ করা মালামাল স্থানীয় বিভিন্নএতিমখানায় বিতরণ করা হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ বলেন, বাজারের বাইরে না বসার জন্য ভেতরে পাকা শেড বানিয়ে দিয়েছি। তারপরও তারা সড়ক দখল করে পণ্য বিক্রি করে। আমরা জানতে পারলাম সড়ক দখল করে বসা হকারদের কাছ থেকে ইজারাদাররা টাকা নেয়। আমরা তাদেরকে বাজার ইজারা দিয়েছি, সড়ক নয়। আর কোনদিন না বসার শর্তে আটক হকারদের ছেড়ে দিয়েছি। জব্দ সবজিগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বাংলাধারা/এআই