কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের ঈদগাঁওতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে কণ্ঠনারী পুড়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে ঈদগাঁওর নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এ ঘটনা ঘটে।
নির্মম মৃত্যুর শিকার মো. মোস্তফা (২৪) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। কথার ছলে গরম চা খাওয়ার বাজি চলে তাদের। গরম চা খেতে গিয়ে যুবকের গলা (কণ্ঠনালী) পুড়ে যন্ত্রণা শুরু হয়। জ্বালা-যন্ত্রণা থামাতে তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হলে সে নিস্তেজ হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।
ওসি আরো জানান, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।