ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

বাজেট ২০২২-২৩ : বিচার বিভাগের জন্য প্রস্তাব ২ হাজার ১৯৩ কোটি টাকা

বাংলাধারা ডেস্ক »

বাজেটে বিচার বিভাগের জন্য ২ হাজার ১৯৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯২৩ কোটি টাকা, সুপ্রিম কোর্টের জন্য ২৩০ কোটি টাকা ও লেজিসলেটিভ বিভাগের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার চলতি ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের তুলনায় ৮৪ হাজার ৫৬৪ কোটি টাকা বেশি। আগামী অর্থবছরের বড় ব্যয়ের বাজেট বাস্তবায়নে সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে চার লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা।

আরও পড়ুন : বাজেট ২০২২-২৩ : তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রতিরক্ষা খাতে

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ