বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে কি কারণে নিয়ে গেছে সে ব্যাপারে জানা যায়নি।
শুক্রবার (১০ জুন) বেলা ৩ টায় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড তঞ্চগ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।
অপহৃত কৌকা তঞ্চগ্যা (৩৫) রাজবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড তঞ্চগ্যা পাড়ার বীরমোহন তঞ্চগ্যার ছেলে ও অপরজন তঞ্চগ্যা পাড়ার মৃত সুরা মেরেয়া চাকমার ছেলে দোকানি জীবন চাকমা সুমন (৪০)।
পাড়াবাসীরা জানায়, বিকালে মাহিদ্রা যোগে করে ৪ জন সন্ত্রাসী এসে দোকান থেকে বের জীবন চাকমাকে মারধর করে। পরে মারধরের শেষে দুইজনকে গাড়িতে তুলে নিয়ে যায়।
রাজবিলা ইউনিয়ন চেয়ারম্যান ক্য অং প্রু জানান, ২ জনকে যুবককে সন্ত্রাসীরা অপরণের করে নিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, রাজবিলায় দুজনকে অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।