বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে জানান ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে গোয়ালিয়াখোলা এলাকায় চেমিমুখ বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানান, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল গ্যারেজ থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এসময় পাশে থাকা ৮টি বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল জানান, আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে বিদ্যুতের শর্ট সার্কিট মাধ্যমে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।