ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

বান্দরবানে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে ব্যাটারি চালিত ইজি বাইকের ধাক্কায় নন্দীতা চক্রবর্তী নামে এক আট বছরের শিশু নিহত হয়েছে। নিহত শিশু এজাহার মিয়া কলোনীর ফজর আলী পাড়ার সজল চক্রবর্তী মেয়ে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ১১টার দিকে বান্দরবান ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানা উপ-পরিদর্শক গোবিন্দ দাশ।

পুলিশ জানায়, নিহত মেয়েটি দোকান থেকে বাসার দিকে ফেরার পথে ব্যাটারি চালিত ইজি বাইক সজোরে মেয়েটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত শিশু বাবা বাদী হয়ে চালক বিরুদ্ধের থানায় মামলা দায় করেছেন। ইজি বাইকে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে।

আরও পড়ুন