১৫ জুলাই ২০২৫

বান্দরবানে উচ্চ ফলনশীল কাজু বাদাম উৎপাদন প্রকল্প উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি »

চাষীদের উন্নয়নের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিক শক্তিকরণে লাভ জনক আয়বর্ধক হিসেবে পাহাড়ে উচ্চ ফলনশীল ভিয়েতনাম জাতের কাজু বাদাম চাষে এগিয়ে আসছে এল এ এগ্রো লি.।

সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় বান্দরবান সুয়ালক লম্বা রাস্তায় এল এ এগ্রো লি. চারা উৎপাদন প্রকল্প উদ্ধোধন করেন ড. মেহেদি মাসুদ, প্রকল্প পরিচালক বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, ডি এও খামার বাড়ি ঢাকা।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান হার্টিকালচারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, কৃষি মন্ত্রণালয় উপসচিব সোনামনি চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান জাঙ্গীর আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুখ।

স্থানীয় জাতের কাজু বাদামের চেয়ে উচ্চ ফলনশীল ভিয়েতনামের কাজু বাদামের সাইজ ও সু-স্বাদু হওয়ায় এই জাতটিকে বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য এই নার্সারিটি করা হয়েছে। একটি চারা চার মাসের মধ্যে রোপনের উপযোগী হয় এবং রোপনের তিন বছরের পর ফলন শুরু হবে। এই নার্সারিতে ৬ লাখ কাজু বাদামে চারা উৎপাদন করা হবে। চারার মূল্য এখন কোন নির্ধারন করা হয়নি বলে নার্সারির চেয়ারম্যান জানিয়েছেন।

তবে যাদের জায়গা আছে বাগান করতে পারছে না, তাদের সাথে চুক্তি ভিক্তিক বাগানের জন্য প্রয়োজনীয় চারা দেয়া হবে এবং বাগান পরিচর্যা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা এল এ এগ্রো লি. বহন করবে। বান্দরবান হলুদিয়া ১শ একর এবং খাগড়াছড়ি সাজেকে ২শ একরে ভিয়েতনামের কাজু বাদাম বাগানের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান নার্সারি চেয়ারম্যান।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন