১২ জুলাই ২০২৫

বান্দরবানে কাঠবোঝাই ট্রাকের ধাক্কায় পর্যটকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় জয় রাজ দাশ (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে থানচি বিদ্যামনি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় রাজ দাশ চট্টগ্রাম রাঙ্গুনিয়া মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে। তিনি বিডি সুইডিস পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইলে ৩য় বর্ষের ছাত্র।

নিহত বন্ধু মো. মনির জানান, চট্টগ্রাম থেকে ৬ জন বন্ধু ৩টি মোটটর বাইক থানচি চেকপোস্ট এলেকা থেকে ৫টিসহ মোট ৮টি মটরবাইক নিয়ে বেড়াতে যান থানচি। যাত্রা পথে বিদ্যামনি পাড়া এলাকায় গাছ বোঝাই চট্টমেট্রো ট -১১-০৭৩০ ট্রাকের সাথে ধাক্কা লাগে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি জয় রাজকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি চিকিৎসক দিদারুল আলম জানান, হাসপাতালের পৌঁছার আগে পর্যটকের মৃত্যু হয়েছে।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক কারিমুজ্জামান জানান, বান্দরবান সদর হাসপাতালের পর্যটকের মরদেহ মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ শেষে স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।

আরও পড়ুন