বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান-রুমা সড়কের কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে ৭ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ মার্চ) দুপুরে মুরংগ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঠ (গোল কাঠ) বোঝাই একটি ট্রাক রুমা থেকে বান্দরবানের দিকে আসছিল। মুরংগ বাজারের কাছে পাইক্ষ্যংঝিরি এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাকের চালক, সহকারী এবং ট্রাকে থাকা আরও ৫ জন আহত হন।
মুরংগ বাজার পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (ক্যাম্প কমান্ডার-আইসি) জাকের আহাম্মদ সিকদার বলেন, এ ঘটনায় ৭ জন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।