ksrm-ads

৪ অক্টোবর ২০২৪

ksrm-ads

বান্দরবানে কেএনএফ’র তিন সদস্য গ্রেফতার

বান্দরবানে রুমায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে আসামিদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক ।

শুক্রবার (২১ জুন) রুমা পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার (২২ জুন) দুপুরে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এই নির্দেশ দেন।

গ্রেফতাররা হলো— গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮), ও জেফানিয়া বম (১৯) তারা সবাই পাইন্দু ইউপি ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটের দুই ঘটনায় রুমা থানায় ১৪, থানচি থানায় চার, বান্দরবান সদর থানায় ১ ও রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২ মামলা দায়ের হয়। এ অভিযানে এখন পর্যন্ত কেএনএফের সর্বমোট ১০৮ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বলেন, রুমা থেকে গ্রেফতার তিন কেএনএফ সদস্যদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন