বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের থানচি উপজেলা পর্যটন স্পট ঙাফাখুংম খালে সাঁটার কেটে পারাপারের সময় এক পর্যটক ডুবে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) ঢাকা উত্তরা বাসিন্দা কাজী জহিরুল ইসলামের পুত্র বলে জানা যায়।
বিজিবি ও পুলিশের সূত্রে জানান যায়, শুক্রবার বেলা সাড়ে ২ টার সময় ঢাকা থেকে ভ্রমনে আসার ১৩জনের একটি গ্রুপ থানচিতে এসে পৌঁছায়। স্থানীয় গাইড শ্রাবন ত্রিপুরা থানচি থানা ও বিজিবি এর কতৃপক্ষকে তালিকা জমা দিয়ে রেমাক্রী বাজার পর্যন্ত নিয়ে যায়।
শনিবার সকালে রেমাক্রী বাজারে সকাল নাস্তা শেষে নাফাঁখুম উদ্যেশে রওনা হয়। ঙাফাখুং না পৌঁছার আগেই সাইগংয়ান নামক স্থানে পৌছলে রেমাক্রী খালে সইগংয়ান এর নামক স্থানে সাঁটার কেটে খাল পারাপার করার সময় পানিতে ডুবে যায় ।
এলাকাবাসী ও সফর সঙ্গী ও স্থানীয়রা অনেক খোঁজাখোঁজি পর তাঁকে আর পাওয়া যায় নি। নিখোঁজ হওয়ার স্থান থেকে গাইড শ্রাবন ত্রিপুরা ফিরে এসে স্থানীয় রেমাক্রী বাজার বিজিবি ক্যাম্পের জানালে তৎক্ষনিকভাবে বিজিবি সদস্যরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে জন্য ঘটনাস্থল পরিদর্শণ করেন। এই রিপোর্ট লিখার পর্যন্ত নিখোঁজ ব্যক্তি উদ্ধার করা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল জানান, প্রশাসন খবর পেয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে । মৃত বা জীবিত উদ্ধার হলে সংশ্লিষ্টদের জানানো হবে বলে তিনি জানান।
বাংলাধারা/এফএস/এএ