ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

বান্দরবানে ‘জীবন, কর্ম ও স্বাধীনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে বান্দরবান জেলা দায়রা জজ মো. এহ্সানুল হকের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা দায়রা ও জজ আদালতে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সম্মেলন কক্ষে শীর্ষক সেমিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহেন্দ্র ক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা যুদ্ধে সম্ভ্রম হারিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন আর ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কষ্টে অর্জিত স্বাধীন দেশ দিয়ে গেছে বলে আজ আমরা বাংলার মাটিতে মাথা উচুঁ করে দাঁড়াতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজ আমরা এই সুন্দর দেশ পেতাম না।

এসময় বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা সঞ্চালনায় জেলা দায়রা ও জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মে মুল প্রবন্ধ ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার বিষয়ক ২য় প্রবন্ধ ওঅতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. খোরশেদ আলম সিকদারসহ বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ জজ ও ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ