১২ জুলাই ২০২৫

বান্দরবানে দেড় হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ সিএনজি জব্দ, আটক ১

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে দেড় হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ বিদর্শন বড়ুয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) সকালে ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত বিদর্শন বড়ুয়া উখিয়া উপজেলার কোটবাজার ৮নং ওযার্ড হলুদিয়া পালং এলাকার মৃত অরেন্দ্র বড়ুয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদ ভিত্তিতে তল্লাশি চালালে সিএনজি থেকে ১ হাজার ৫০০ প্যাকেট বিদেশী সিগারেট ও পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ বিদর্শন বড়ুয়াকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, অভিযানের চালিয়ে বিদেশী সিগারেটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন