ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

বান্দরবানে নিবন্ধিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি »  

বান্দরবানে যৌথ উদ্যোগে নিবন্ধিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুন) সকালে সদর উপজেলায় রাজবিলা ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এবং গ্রাউসের সহযোগিতায় শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস যৌথ উদ্যোগে ৮৫ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জামছড়ি ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য ক্রানুপ্রু মারমা, পাড়া গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি উসিংমং মারমা, গ্রাউসে ইউনিয়নের সুপারভাইজার উসাইমং মারমা, গ্রাউস কমিউনিটি ফিসিলিটেটর সাঅংসিং মারমা, গ্রাউস সিএফ ঐসু তংসহ শিক্ষার্থীর সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন