বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের আলীকদমে পাঁচ হাজার পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে বাসস্ট্যান্ড সংলগ্ন চিউনী পাড়া সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক সৈয়দুল অআমিন উপজেলার নয়পাড়া গ্রামে মোহাম্মদ আব্দুস শুক্কুর মিস্ত্রী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে ৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। যার বাজারের মূল্য দেড় লাখ টাকা।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন সরকার বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।