বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কুরিক্ষ্যং ঝিরি এলাকায় বন্য শূকরের আক্রমণে আবুল বশর (৪০) নামে এক ঝাড়ু কাঠুরিয়া নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় দোছড়ি ইউনিয়নের শুকরের ঝিরিতে ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে নাইক্ষ্যংছড়ি সদর থানা ওসি টানটু সাহা তথ্যটি নিশ্চিত করেন।
নিহত আবুল বশর (৪০) রামুর কচ্ছপিয়ার দক্ষিন মৌলভী কাটার পাহাড়পাড়া গ্রামের মৃত ছিদ্দিক আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইউনুছ জানান, স্থানীয় কয়েকজন লোকের সহায়তায় নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার কিছু হরিণ শিকারী কূরিক্ষ্যং -ভাইচাং ত্রিপুরা পাড়ার মাইল দুয়েক পূর্ব দিকের গহীন বনে শিকারের জাল বসান। এভাবে দুই হতে তিন দিন ধরে চেষ্টা করেও শিকারে বিফল হয়ে ফিরে আসার সময় শূকর ঝিরিতে নেমে পড়ে তারা । পরে সে জালে হরিণ বদলে পড়ে বন্য শুকর।
আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শিকারীরা বসানো জালে টার্গেটের হরিণগুলো ফাঁদে ফেলতে না পারলেও জালে আটকে যায় এক আস্তাবড় বন্য শূকর। যেটা দেখে শিকারীরা হতাশ হলেও পরে এ শুকরটি ধরে নিয়ে উপজাতিদের বিক্রি করবে ভেবে সেটিই আটকাতে চেষ্ঠাকালে উল্টো শুকরটিই হামলা করে আবুল বশরকে। সে হামলায় তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।
অপর দিকে নিহত বশরের স্ত্রী-কন্যাসহ পরিবারের সদস্যরা জানান, আবুল বশর একজন কাটুরিয়া। ক’দিন ধরে সে ফুল ঝাড়ু কাটতে যায় পাহাড়ে। পরে শুকরের হামলায় আহত হয়ে লাশ হয়ে ফিরে আসে বাড়িতে।
নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনর্চাজ টানটু সাহা বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে লাশটি সোপর্দ করা হবে।