বান্দরবান প্রতিনিধি »
‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশু সমান অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বান্দরবান পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেলা কার্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বান্দরবান জেলা শহরে আনন্দ র্যালি, বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অন্যদিকে দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার (১৭ মার্চ) ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে হলুদিয়া পয়েন্ট থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে এসে সমাপ্তি হয়। বান্দরবান শহরের প্রবেশমুখ হলুদিয়া পয়েন্ট থেকে শুরু হয়ে জেলা সদরের রাজার মাঠ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথে অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শুরুর ১ ঘণ্টার মাথায় রাজার মাঠে পৌঁছে ১ম স্থান অধিকার করে আব্দুল্লাহ আল নোমান। এরপরে যথাক্রমে ২য় স্থান অধিকার করে মো. রুবেল এবং ৩য় স্থান অধিকার করে লিংকু খুমী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরিজী, পুলিশ সুপার জেরিন আখতার, স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার, সদস্য লক্ষিপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈসিং মার্মা, সদস্য সিংইয়ং ম্রো, সিংইয়ং খুমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোমেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।