ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পুট্টারঝিরি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, মদ ও সিগারেট উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার দিবাগত রাতে দোছড়ি ইউনিয়নের পুট্টারঝিরি এলাকায় পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্বে পরিত্যক্ত বস্তাবন্দি অবস্থায় এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে পরিত্যক্ত বস্তবন্দি অবস্থায় ডায়ানা ৩৫০ মেঘনাম টি০৬ গান ১টি, চাইনিজ রাইফেল ১টি, ১২ বোর ১টি, দেশীয় তৈরি পিস্তল ১টি, দেশীয় তৈরি একনলা বন্দুক ৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২ বোতল, বার্মিজ সিগারেট ১০ প্যাকেট মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ