বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের বৌদ্ধ বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে তিনি মিনঝিড়ি পাড়া গ্রামের বৌদ্ধ বিহারে ১৩ বছর ধরে অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার (১২ জুন) সকালে কুহালং ইউনিয়ন ৬নং ওয়ার্ড মিনঝিড়ি পাড়া থেকে বৌদ্ধ বিহার থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নন্দ বংশ মহাথেরো (৭৩) রোয়াং ছড়ি উপজেলা আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্দা গ্রামের মৃত মংহ্লাচিং মার্মার ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, ভোরে বন্দনা করার পর সোয়াইং (আহার) খাওয়া আগে এক সেবক ফুল ছিড়তে গেলে ঝুলন্ত অবস্থায় ভিক্ষু লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের খবর দেন।
কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, বিহারে পিছনে লাশ দেখতে পেলে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশকে জানানো হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।