১৫ জুলাই ২০২৫

বান্দরবানে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় সাবেক এক ইউপি সদস্য সাউপ্রু মারমাকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। অপর একজনকে অপহরণ করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৮ টায় উপজেলা সদরের বৌদ্ধ মন্দিরের পেছনে নতুন পাড়া এলাকা সড়কে।

সূত্রে জানা গেছে, একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে ওই এলাকায় হানা দিলে এ ঘটনা ঘটে। নিহত সাবেক ইউপি সদস্য রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। যাকে অপহরণ করা হয়েছে তার নাম মে অং মারমা (৪৫)। তিনি নবগঠিত জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের বান্দরবান জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক। দিকে এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়েছে।

আতঙ্কে রোয়াংছড়ি বাজার বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। বাজার সংলগ্ন মারমা পাড়া থেকে স্থানীয়রা পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে রোয়াংছড়ি বাজারে।

রোয়াংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম তহিদুল কবির জানিয়েছেন, সশস্ত্র সন্ত্রাসীরা বৌদ্ধ মন্দিরের পিছনের সড়কে নতুন পাড়ার কাছে অতর্কিত হামলা করে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করে। তারা অপর এক জনকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনার পর সেখানে স্থানীয়দের নিরাপত্তা দিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান করছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ক’দিন আগে সন্ত্রাসীরা সদর ইউনিয়নের জামছড়ি বাজারে জনসংহতি সমিতির এক সমর্থককে গুলি করে হত্যা করে। এর আগে ৭ জুলাই সন্ত্রাসীরা বাগমারা বাজারে জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের কেন্দ্রীয় নেতাসহ ৬ জনকে গুলি করে হত্যা করে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন