বান্দরবানের সেনাবাহিনী উদ্যেগে বৌদ্ধ ম্রো অনাথালয়ে এতিম শিশুদের মাঝে শিক্ষা ও খেলা সামগ্রী বিতরণ করেছে সেনাজোন।
রবিবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলায় প্রান্তিলেক শাক্যমিত্র অনাথ আশ্রমের এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রান্তিলেক বৌদ্ধ ম্রো অনাথালয়ে বিহার অধ্যক্ষ শান্তমিত্র মহাথেরো সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেনাজোনের জোনাল স্টাফ ক্যাপ্টেন সাবিত নুর রশীদ।
এসময় প্রান্তিলেকের অনাথ আশ্রমের ৩৫জন এতিম শিশুদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রীসহ একদিনে তিনবেলা খাবার প্রদান করা হয়।
প্রধান অতিথি জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ বলেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের শিশুদের জন্য এই সামান্য আয়োজন। দিনটিকে স্মরণীয় রাখতে অসহায় শিশুদের মানসিক আনন্দ প্রদান করবে। তাছাড়া এই শিশুরাই আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাদেরকে সুষ্ঠু পরিবেশে মানসিক বিকাশের সহায়তা প্রদানের পাশাপাশি সেনা জোনের এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ আশ্রমের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।