ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

বান্দরবানে ১২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বান্দরবানের ২টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (১৭ জুন) সকালে বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ কোটি ৭৭ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে কেবি রোড থেকে কানাপাড়া পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন। পরে মন্ত্রী রেইচা বাজার এলাকায় ৩ কোটি ৮২ লক্ষ ২৯হাজার টাকা ব্যয়ে ২য় তলা বিশিষ্ট রেইচা গ্রামীন বাজারের উদ্বোধন করেন।

এসময় পার্বত্যমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সমতলের মত পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে মন্তব্য করেন এবং আগামীতেও সবাইকে আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে সহকারী কমিশনার অরুপ কুমার সিংহ, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন