আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বান্দরবান জেলায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বীর বাহাদুর উশৈসিং ও কাজী মুজিবর রহমান।
সোমবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুজিবর মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বান্দরবান আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।
কাজী মুজিবর জানান, সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি পরিচয় দিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন বলে তিনি জানিয়েছেন।
আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জানিয়েছেন, মনোনয়ন ফরম যে কেউ কিনতে পারে। কিন্তু কেন্দ্রীয় দলীয় কার্যালয় থেকে যাকে ৩০০নং আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দিবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া কাজী মজিবর রহমান জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে কাজী মজিবুর রহমান পাহাড়ের বাঙালিদের সংগঠন বলে পরিচিত পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ জানিয়েছেন, মনোনয়ন পত্র সাধারণ মানুষও সংগ্রহ করতে পারবে। কিন্তু দলীয় প্রার্থীর হিসেবে ৩০০নং আসন থেকে শতভাগ নমিনেশন পাবেন বীর বাহাদুর উশৈসিং এবং বান্দরবান আসন থেকে তিনি আওয়ামী লীগের একক প্রার্থী।
লক্ষীপদ দাশ বলেন, গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বীর বাহাদুর উশৈসিংয়ের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। বান্দরবান ৩০০ নম্বর আসন থেকে টানা ছয়বার এমপি পদে নির্বাচিত হয়েছে বীর বাহাদুর উশৈসিং। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।