বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান রুমা উপজেলায় জিএফএস পাইপ লাইনের পানি সরবরাহের প্রকল্পের কোন কাজ না করে অর্থের হরিলুটের অভিযোগ উঠেছে। প্রকল্পের স্কিমের নাম থাকলেও ঠিকাদারের দুর্নীতির কারণের বাস্তবায়নের চিহ্ন নেই বলে অভিযোগ ঐ এলাকার বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, গ্রীস্ম মৌসুমে তীব্র পানি সংকটে ফলে সমস্যা নিরসনে জন্য জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো বরাবর আবেদন করেছিলেন। আবেদন পরে ওই এলাকার পানি নিরাসনের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে জিএফএস পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহের প্রকল্পের বরাদ্ধ দেওয়া হয়। অথচ ওই এলাকায় পানির পাইন লাইনের কাজ তো দূরের কথা, কাজের কোনো চিহ্নও নেই বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, বর্তমান পানির তীব্র সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।
বান্দরবান জেলা পরিষদের তথ্যানুযায়ী, গেল ২০২০-২১ অর্থ বছরে বান্দরবান জেলা পরিষদ থেকে রুমা উপজেলার বিভিন্ন গ্রামে জিএফএস পাইপ লাইনের পানি সরবরাহের প্রকল্পের / স্কিমের ৪৫ লাখ টাকার ব্যয়ের বরাদ্ধ দেওয়া হয়। সে প্রকল্পের স্কিমের কাজ ঠিকাদার প্রতিষ্ঠান পেলেও বিন্দুমাত্র কোনো কাজ করা হয়নি। এই প্রকল্পের বরাদ্ধের কাজ কোন ঠিকাদার প্রতিষ্ঠান পেয়েছে সে ব্যাপারেও মুখ খুলতে অপরাগত প্রকাশ করেছেন জেলা পরিষদের সদস্য জুয়েল বম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের অন্তগর্ত ৭নং ওয়ার্ডের লুংঠাংসি পাড়ায় ২টি গাজী ট্যাংঙ্ক এবং ৩ হাজার পাইপ দিয়ে কাজ শেষ করে নিয়েছেন ওই ঠিকাদার প্রতিষ্ঠান। শুধু তাই নয়, রুমা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ইয়াংরে ম্রো পাড়া। সেখানেও ২০ লাখ টাকা পরিমাণের প্রকল্প স্কিমের নাম থাকলেও বাস্তবায়নের জন্য ২০ টাকাও ব্যয় করা হয়নি।
এছাড়া, থাইক্ষ্যাং বম পাড়া, হ্লাচিং মার্মা পাড়া এবং হাকুরাম ত্রিপুরা পাড়ায়ও একই চিত্র। ওই তিনটি গ্রামের ও জিএফএস পাইপের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প স্কিম থাকলেও কাজে কর্মে কিছু না করে আগের মতো রেখে যায়। উন্নয়নের কোন ছোঁয়া পড়েনি ওইসব দুর্গম এলাকার গ্রামগুলোতে। সেসব এলাকার পানি সংকট নিরাসন হওয়ার দূরের কথা উল্টো পানি অভাব দেখা দিয়েছে।
ইয়াংরে ম্রো পাড়ার বাসিন্দা পারিং ম্রো বলেন, গ্রীস্ম মৌসুমে তীব্র পানি সংকটের ফলে সমস্যা নিরসনে জন্য জেলা পরিষদের সদস্য সিংয়ং ম্রো কাছে আবেদন করেছি। কিন্তু পানি নিরসন হওয়া তো দূরের কথা, কাজ পর্যন্ত শুরু ঠিকাদাররা। এখন আমরা পানির জন্য হাহাকার করছি।
একই এলাকার বাসিন্দা লেরিং ম্রো বলেন, প্রকল্প বরাদ্দ হয়েছে বলে শুনেছি। কিন্তু গ্রামের ভেতর এক বিন্দুও কাজ হয়নি।
এ ব্যাপারে প্রকল্পের দায়িত্বরত মিস্ত্রি মো. ইদ্রিস বলেন, থাইক্ষ্যং বম পাড়াতে শুধু পাইপ লাইনের কাজ করা হয়েছে। নতুন করে কোনো ট্যাঙ্ক দেওয়া হয়নি।
তবে এই প্রকল্পের কাজগুলো হুমায়ুন ঠিকাদার পেয়েছে বলে জানান তিনি।
বান্দরবান জেলা পরিষদের নক্সাকার থোয়াইচমং মার্মা কাছে বলেন, এইটা তো গত বছরের শেষ হয়ে গেছে। আর এ ব্যাপারে রুমা উপজেলার দ্বায়িত্ব জুয়েল বম সাথে যোগাযোগ করেন।
বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম বলেন, জিএফএস পানি লাইন ইয়াংরে ম্রো পাড়ার পরিবর্তে লুংঠাওসি বম পাড়া মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও এটি ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ কোন সংস্থা নাহ।
ঠিকাদার ব্যাপারের প্রশ্ন করা হলে তিনি বলেন, ঠিকাদার নাম বলা যাবে নাহ বলে জানিয়েছেন তিনি।
বান্দরবান জেলা পরিষদের নকশাকার থোয়াইচমং মার্মা কাছে বলেন, এটা তো গত বছর শেষ হয়ে গেছে। আর এ ব্যাপারে রুমা উপজেলার দায়িত্বপ্রাপ্ত জুয়েল বম সাথে যোগাযোগ করেন।
বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম বলেন, জিএফএস পানি লাইন ইয়াংরে ম্রো পাড়ার পরিবর্তে লুংঠাওসি বম পাড়া মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও এটি ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ।
ঠিকাদার প্রতিষ্ঠানের বিষয়ে কোনো তর্থ দেওয়া যাবে না বলে জানান তিনি।