আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুরে ইউনিয়নের রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যবসা শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী রিফা আক্তার নিনের বাবার লাশ ঘরে রেখেই এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে এসে কান্নায় ভেঙ্গে পড়ে।
এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রিফার বাবা আহমেদ নবী (৪৫)।
আজ সকাল ১১টায় তার বাবার জানাজার সময় নির্ধারণ করে স্বজন ও এলাকাবাসীরা।
কিন্তু আজ বৃহস্পতিবার (২২) ফেব্রুয়ারি সকালে ১০টা থেকে রিফার এসএসসি পরীক্ষা থাকায় সে পরীক্ষা দিতে বটতলী শাহ মোহসেন আউলিয়া রহঃ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অংশ নেয়।পরীক্ষা শেষ করে ঘরে এসে বাবাকে শেষ বিদায় দিতে পারেনি সে।বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সে বাড়িতে ফিরে যায়।
রিফা আক্তার উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া ২নং ওয়ার্ডের রহিম তালুকদারের বাড়ির আহমদ নবীর মেয়ে বলে জানা যায়।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল বুধবার (২১) ফেব্রুয়ারি রিফার পিতা আহমেদ নবী (৪৫) রাতে অতিরিক্ত ব্লাড প্রেসার বেড়ে গেলে রাত ১২ টায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়,পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।রিফার পরিবারে চার সদস্যদের মধ্যে তিন ভাই এক বোন।
বটতলী শাহ মোহসেন আউলিয়া রহঃ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ ফরিদুল ইসলাম জানান, কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগে এক শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেন। ওই শিক্ষার্থীর বাবা মারা গিয়েছে, জানাজা ১১টায়। তাই পরীক্ষায় অংশ নিয়ে বাড়িতে চলে যেতে চাই। তবে তাকে মানসিক ভাবে সান্ত্বনা দিলে মনোবল শক্ত রেখে পরীক্ষা দেয়। পরে দেড় ঘন্টার মধ্যে লেখা শেষ করে। ওই শিক্ষার্থীর পরীক্ষা ভাল হয়েছে। আশাকরি তার বাবার আশা পূরণ করবে।
রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া ০২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিক জানাযায় উপস্থিত হওয়া সকল মুসল্লীদের কাছে রিফা আক্তার এবং তার পরিবারের জন্য দোয়া চান।এবং তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।