বাংলাধারা ডেস্ক »
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার পাকুরিয়া চরে আনন্দ ভ্রমণে গিয়ে দুই ছেলেকে হারিয়েছেন বাবা। তার সামনেই খেলতে খেলতে যমুনার তীব্র স্রোতে ভেসে গেছে দুই ভাই।
তারা হলো- বগুড়া শহরের আটাপাড়া ওয়াপদা এলাকার হোমিও চিকিৎসক আতিকুর রহমানের ছেলে উপশহর শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্র ওমর আলী ও ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদ হাসান। এ ঘটনার পর বাবা আতিকুর রহমান বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শুক্রবার দুপুরের ওই ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও তাদের উদ্ধার করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে চিকিৎসক আতিকুর রহমানসহ ১১ জন আনন্দ ভ্রমণে সারিয়াকান্দি উপজেলায় যান। অটোরিকশা থেকে নেমে যমুনা নদীর কালিতলা ঘাট থেকে নৌকায় পাকুরিয়া চরের দিকে রওনা হন। বেলা পৌনে ১২টার দিকে নৌকা পাকুরিয়া চরে ভিড়ে। এ সময় তারা সকলে নৌকা থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের সাথে ভ্রমণে আসা ডা. আতিকুর রহমানের দুই ছেলে ওমর ও জাহিদ আগেই বল নিয়ে নেমে খেলতে শুরু করে। একপর্যায়ে বল নদীতে পড়লে সেটি আনতে দুই ভাই পানিতে নামে। এসময় তারা দু’জন প্রবল স্রোতে ভেসে যায়।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, বেলা ১২টা ৪৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রায় তিন ঘন্টা নদীতে খুঁজে দুই ভাইয়ের সন্ধান পাননি। বগুড়ায় ডুবুরি না থাকায় রাজশাহী ফায়ার স্টেশনে খবর দেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর