মিরসরাই প্রতিনিধি »
চট্টগ্রামের বারইয়ারহাট পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন। বুধবার (১৭ মার্চ) সকাল থেকে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ছবিতে বঙ্গবন্ধু শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শোভাযাত্রা মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
জানা গেছে, সকাল ৯টায় স্থানীয় বারইয়ারহাট ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শেষ হয় পৌর এলাকার জিরো পয়েন্টে গিয়ে। এরপর জিরো পয়েন্ট এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান মেয়র মো. নিজাম উদ্দিন ও নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন। সকাল ১০টায় বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয় ‘ছবিতে বঙ্গবন্ধু’ শীর্ষক ছবি আঁকা প্রতিযোগিতা। এতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু শিক্ষার্থী।
বারইয়ারহাট পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মুলকেতুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। পৌর কর্তৃপক্ষের উদ্যোগে এসব আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে আছেন পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন।
বাংলাধারা/এফএস/এআর