ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

বার্সেলোনার ব্যবহারে কেঁদেছিলেন সুয়ারেজ

বাংলাধারা স্পোর্টস » 

অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার আগে বার্সেলোনায় যে ব্যবহার পেয়েছেন, তাতে চোখের পানি ঝরেছিল লুইস সুয়ারেজের।

৩৩ বছর বয়সী এই ফুটবলার বার্সায় শেষ সময়ের কথা স্মরণ করে বলেন, ‘দিনগুলো অনেক কঠিন ছিল। এমন সময়ের ভেতর দিয়ে গেছি, যার জন্য আমি কেঁদেছি।’

উরুগুয়ের এই ফরোয়ার্ড গত সেপ্টেম্বরে বার্সার সঙ্গে ৬ বছরের সম্পর্কের ইতি টানেন। তার অভিযোগ, ক্লাব ছাড়ার আগের দিনগুলোতে সিনিয়র দলের সঙ্গে তাকে অনুশীলন করতে দেয়া হয়নি!

সুয়ারেজ বলেন, ‘তারা সব রকমভাবে আমাকে কষ্ট দিয়েছে।’

সুয়ারেজ ২০১৪ সালে লিভারপুল থেকে ৭৪ মিলিয়ন পাউন্ডে বার্সায় যান। ১৯৮ গোল করে ক্লাবটির ইতিহাসে তৃতীয় টপ স্কোরার হয়েছেন। জিতেছেন চারটি লা লিগা, চারটি ডমেস্টিক কাপ এবং ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

বার্সার আচরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কী হয়েছে সবাই জানে না। আমাকে অনুশীলন পর্যন্ত করতে দেয়া হয়নি।’

সুয়ারেজ ক্লাব ছাড়ার পর লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাকে রীতিমতো ‘লাথি মেরে’ বের করা হয়েছে।

মেসির সমর্থনের বিষয়ে সুয়ারেজ বলেন, ‘প্রকাশ্যে মেসি যেভাবে আমাকে সমর্থন করেছে, তাতে আমি অবাক হইনি। কারণ আমি তাকে খুব ভালো করে চিনি।’ ‘কী যন্ত্রণার ভেতর দিয়ে গেছি, সে জানতো।’

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন