ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

বালুবোঝাই ট্রাকে মিললো ১৫০০ লিটার চোলাই মদ, চালক গ্রেফতার

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বালু বোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাহাড়ি চোলাই মদ পাচারকালে একজনকে গ্রেফতার করেছেন রাউজান থানা পুলিশ।

গ্রেফতার ট্রাক চালক রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলীখিল গ্রামের আলম সেক্রেটারির বাড়ির মৃত মাহবুবুল আলমের ছেলে মো. মঈন উদ্দিন (১৯)।

রোববার (১২ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক অজয় দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় চেকপোস্ট বসিয়ে তাল্লাশি চালিয়ে চট্টগ্রাম নগরমুখী একটি বালু বোঝাই ট্রাকের ভিতর একটি ড্রাম ভর্তি ১০ টি সাদা প্লাস্টিকের বস্তায় প্রায় ১হাজার ৫শ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা হয়।

আটক ট্রাক চালক জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত চোলাই মদ রাঙামাটি কাউখালি থানা এলাকা থেকে সংগ্রহ করে অধিক লাভের বিক্রয়ের উদ্দেশে রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। আটকের বিরুদ্ধে রাউজান থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন