ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

বাসরঘর থেকে বেরিয়ে গলায় ফাঁস দিল বর

বাংলাধারা ডেস্ক »

উভয় পরিবারের সদস্যদের আলোচনার মাধ্যমে বিয়ে হয় অজিত বর্মণ (২৩) ও সঞ্চিতা বর্মণের (১৯)। শুক্রবার ছিল তাদের বাস রাত। রাতে প্রস্রাব করার কথা বলে বাসরঘর থেকে বের হন অজিত বর্মণ। কিন্তু ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে বাড়ির পশ্চিম পাশের গাছের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

শুক্রবার (৯ আগস্ট) মধ্যরাতে ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মুজরাই গ্রামে। নিহত অজিত বর্মণ ওই গ্রামের মিরবদনের ছেলে।

শ্রীপুর উত্তর ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, অজিত বর্মণ আগে থেকেই মানসিক রোগী ছিল। গত দুই দিন আগে পরিবারের আলোচনার মাধ্যমে বিশ্বম্ভপুর উপজেলার বারকুড়ি গ্রামের মেয়ে সঞ্চিতা বর্মণের (১৯) সঙ্গে তার বিয়ে হয়। শুক্রবার তাদের বাসর রাত ছিল। কিন্তু রাতে ঘর থেকে বেরিয়ে অজিত বর্মণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ টাইমস

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন