কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের রামুতে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী এক যুুুবক প্রাণ হারিয়েছেন। বৃহষ্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের তেচ্ছিপুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রহতম উল্লাহ (৩৫) টেকনাফের আবদুল মোনাফের ছেলে। তবে তিনি চাকরিজনিত কারণে কক্সবাজার শহরের আল ফুয়াদ খতিব হাসপাতাল সংলগ্ন এলাকায় বসবাস করতেন। নিহত রহমত উল্লাহ এক সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারমুখি রামু লাইন এর একটি বাসের সাথে বিপরীতমুখি মোটর সাইকেলটির সংঘর্ষ হলে মোটর সাইকেলটি দূরে ছিটকে পড়ে। এতে মোটর সাইকেল আরোহী রহমত উল্লাহ ঘটনাস্থলে প্রাণ হারান।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
বাংলাধারা/এফএস/এআর