ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

বাসে চট্টগ্রামে আসছিল বিদেশি সিগারেট, আটক যুবক

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ রিপন বড়ুয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ ডিসেম্বর) রাতের অভিযানে তার কাছ থেকে ৫,০০০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, সিগারেটগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশে আনা হয়েছে। আটক রিপন বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার রণজিত বড়ুয়ার ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “বান্দরবান থেকে যাত্রীবাহী বাসে করে চালানটি চট্টগ্রামে আনা হয়। শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নামার পর রিপন রিয়াজুদ্দিন বাজারে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আরও পড়ুন