আরিফুল ইসলাম রিফাত »
অগ্রহায়ণ যায় যায় করছে আসছে পৌষ তবে এরইমধ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় বেড়েছে ঘন কুয়াশা আর শীতের তীব্রতা। শীতের কামড় বাড়ার সাথে সাথে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। এ উপজেলার বিভিন্ন এলাকার বিপনি বিতান ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানে রঙ-বেরঙের আরামদায়ক গরম কাপড় বিক্রির ধুম পড়েছে। তবে দাম কম হওয়াতে বেশীরভাগ ক্রেতাই ভীড় জমাচ্ছে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানে।
গরম কাপড়ের মধ্যে রয়েছে সোয়েটার, জ্যাকেট, কম্বল, মোজা, হাতমোজা ইত্যাদি।
ইসহাক নামের ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানি বাংলাধারাকে বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়াতে আমাদেরও বিক্রি বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা পিস হিসেবে না কিনে কাপড়ের পুরো বস্তা কিনে আনি। ফলে ক্রেতাদের কাছে স্বল্পমূল্যে বিক্রি করা হয় বলে আমাদের এখানে ক্রেতারা ভিড় জমান।
সাকিবুল ইসলাম নামের এক ক্রেতা বাংলাধারাকে বলেন, ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানে বিক্রি করা শীতের কাপড়গুলো ভালো মানের এবং দামও কম। তাই এখান থেকে গরীব-বড়লোক সবাই কিনেন।
বাংলাধারা/এফএস/এআর