বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর বায়েজিদে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামী সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুল (৩২) গুলিবিদ্ধ হয়ে আটক হয়েছে।
এ ঘটনায় আরও তিন পুলিশ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ জুন) দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোড এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান।
এই ঘটনায় আহত তিন পুলিশ হলেন- বায়েজিদ বোস্তামী থানার এসআই নাজিমুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম ও রবিউল হোসেন।
ওসি কামরুজ্জামান জানান, লিংক রোড এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টাকালে পুলিশ ধরতে যায়। এসময় সাইফুল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে গুলিবিদ্ধ সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, সাইফুল ইসলাম চিহ্নিত সন্ত্রাসী। বর্তমানে ১৮ মামলা আসামীও। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও তিনটি গুলির খোসা জব্দ করা হয়েছে। এই ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই