বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থেকে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
গ্রেফতারকৃতরা হলেন, শামছুনাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮), রোকসানা প্রকাশ আফসানা বেগম (৪০)।
মো. কামরুজ্জামান বলেন, একটি নির্মাণাধীন ভবনের স্টোর রুম থেকে নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় মালিক থানায় অভিযোগ দিলে ভবনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। পরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ নারীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চুরিকৃত নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয় বলে জানান তিনি।
বাংলাধারা/এআই