ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

বিএনও লুব্রিকেন্টস’র আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন »

লুব-রেফ (বাংলাদেশ) লিঃ (বিএনও লুব্রিকেন্টস) এর উদ্যোগে আজ রবিবার (২০ অক্টোবর) নগরীর হোটেল আগ্রাবাদে দিনব্যাপী একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথমার্ধে আইএমও-২০২০ এর চ্যালেঞ্জ এবং জ্বালানি তেলের সালফার এর পরিমান নিঃসরণে (৩.৫% থেকে ০.৫%) স্ক্রাবার সিস্টেম এর কার্যকারিতা তুলে ধরেন এফএমএস সিংগাপুর পিটিই লিঃ এর শেল শ্নুডাস, রিজিওনাল ডিরেক্টর, সাউথ-ইস্ট এশিয়া এবং জাপান ও পেট্রিক আং, হেড অব সেলস সাপোর্ট।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে লুব্রিকেন্টে নতুন প্রযুক্তি হিসেবে ন্যানোটেকনোলজি এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে নিজ নিজ প্রবন্ধ উপস্থাপন করেন মিস তানিয়া ইলিচ, ম্যানেজিং ডিরেক্টর, এবি ন্যানোটেকনোলজিস সুইডেন; মাহবুব মোর্শেদ, চেয়ারম্যান, ইকরা পাওয়ার লিমিটেড।

এ ছাড়াও বিএনও লুব্রিকেন্টস এর মেরিন সেক্টরের পণ্যসমূহে ন্যানোটেকনোলোজির সংযোজন ও এর উপকারিতা সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন ডঃ খন্দকার জাকির হোসাইন, জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) লুব-রেফ (বাংলাদেশ) লিঃ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লুব-রেফ বাংলাদেশ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মাদ ইউসুফ।

উল্লেখ্য, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড বাংলাদেশে একাধারে ন্যানোল এর পরিবেশক এবং এফএমএসআই এর এজেন্ট হিসেবে কাজ করছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ