ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

বিএনপির তিন সংগঠনের লং মার্চ

যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না বলেন, “আমরা আমাদের প্রতিবাদ, ক্ষোভ, ক্রোধ জানাতে এই শান্তিপূর্ণ লং মার্চ করছি। আমরা আখউড়া পর্যন্ত যাব, সেখান সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ করব।”

তিনটি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেট কার নিয়ে এই লং মার্চে অংশ নিচ্ছেন।

প্রতিটি গাড়িতে ‘লং মার্চের’ স্টিকার এবং গাড়ির সামনে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে।

তিনটি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেট কার নিয়ে এই লং মার্চে অংশ নিচ্ছেন।

প্রতিটি গাড়িতে ‘লং মার্চের’ স্টিকার এবং গাড়ির সামনে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে।

মার্চটি ইত্তেফাক মোড়, সাইনবোর্ড, চিটাগাং সড়ক রোড়, কাঁচপুর মোড়, তারাবো, ভুলতা, গাউসিয়া, মাধবদী, ইটাখোলা, মরজাল, রারুইচা হয়ে ভৈরবে পথসভা করবে। সেখান থেকে আখাউড়া পৌঁছাবে।

সেখান সমাবেশ করে লং মার্চ শেষ হবে বলে জানান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

আরও পড়ুন