সীতাকুণ্ড প্রতিনিধি »
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আসলাম চৌধুরীর বড় ভাই সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইসহাক কাদের চৌধুরী (৭৮) মারা গেছেন। ইন্নালিল্লাহে———-রাজেউন।
শুক্রবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টা ৫ মিনিটের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এদিন রাত ৯ টায় ফৌজদারহাট জলিল টেক্সটাইল মিলস গেইটস্থ সোনালী সিএনজি স্টেশনের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. জসিম উদ্দিন চৌধুরী।
প্রসঙ্গত, ইসহাক কাদের চৌধুরী জিয়াউর রহমানের জাগদল দিয়ে রাজনীতিতে সক্রিয় হয়। তিনি একাধিকবার সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ও উত্তরজেলা কৃষক দলেরর সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
প্রবীণ এই রাজনীতিবিদের মৃর্ত্যুতে জেলা বিএনপি, জেলা কৃষক দল, সীতাকুণ্ড উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ সংসঠনের নেতৃবৃন্দগণ গভীর শোক প্রকাশ করেছেন।