ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

এনজিও কর্মীকে অপহরণ ও কোটি টাকা চাঁদা দাবীর অভিযোগে ডা. শাহাদাত গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক

সোমবার দুপুরে চট্টগ্রাম নগরে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যে ট্রিন্টমেন্ট হসপিটাল থেকে ডাক্তার শাহাদাত গ্রেফতার হয়। গতকাল পর্যন্ত এটি পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের জেরে গ্রেফতার হয়েছে বলে জানা গেলেও আজ আসল খবর বেরিয়ে এলো।

মূলত একজন এনজিও কর্মীকে অপহরণ ও বিএনপি নেত্রী ডা. লুসি খানের এক কোটি টাকা চাঁদা দাবীর অভিযোগে হওয়া মামলায় ডাক্তার শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, তিনি তারই দলের এক নেত্রীকে ইলেকশন চলাকালীন সময়ে আটক রেখে এক কোটি টাকা চাঁদা দাবী করেছিলেন। মাঝে মধ্যে ডাক্তার শাহাদাত ওই নারীকে এ বিষয়গুলো নিয়ে হুমকি দিতেন। বাদী এ বিষয়ে অভিযোগ করে মামলা করলে আমরা তা আমলে নিয়ে ডা. শাহাদাতকে গ্রেফতার করি।

আরও পড়ুুন– পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডাক্তার শাহাদাতও আটক

সূত্রে জানা যায়, জীবন চিত্র নামের একটি এনজিও প্রতিষ্ঠানের সচিব মহিউদ্দিন আহমেদ চৌধুরীকে অপহরণ করে এক কোটি টাকা চাঁদা দাবী ও জোর পূর্বক খালি চেকে স্বাক্ষর নেয় ডাক্তার শাহাদাত। সোমবার ২৯ মার্চ এ ঘটনায় চকবাজার থানায় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতকে আসামী করে এই মামলা দায়ের করেন তিনি।

বিএনপির নেত্রী ডা. লুসি খান বলেন, নির্বাচন চলাকালীন সময়ে তিনি (ডা. শাহাদাত) আমার চেম্বারে মোজাফ্ফর এবং ফাতেমা নামের দুজনকে পাঠিয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে। আমিও মনে করেছিলাম তিনি তাদের রোগী হিসেবে পাঠিয়েছিলেন। কিন্তু রুমে ঢুকে ফাতেমা এসে আমাগে ধরেছে আর মোজাফ্ফর জোর করে চেক স্বাক্ষর করে নিয়ে গেছে।

আরও পড়ুন- চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ; আটক ১৫

গতকাল সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনার জেরে ডা. শাহাদাত গ্রেফতার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু ঘটনা ঘটার তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেত্রী ডা. লুসি খানের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, বাদীনীর অভিযোগে আমরা নিয়মিত মামলা রুজু করেছি। ডা. শাহাদাত এই মামলা সংক্রান্ত কারণে গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন- নতুন বই ‘ভবিষ্যৎ পৃথিবীর অনন্য রূপকার ইলন মাস্ক’

বিএনপি নেত্রী লুসি খানের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ডা. শাহাদাত তাকে নানাভাবে হয়রানি করে আসছেন। এ নিয়ে তিনি চলতি বছরের ১৭ জানুয়ারি দলের মহাসচিবের কাছে চিঠিও দিয়েছিলেন। চিঠিতে তিনি ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের দাবীও জানিয়েছিলেন।

উল্লেখ্য, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন এবং অভিযোগকারী বিএনপি নেত্রী ডা. লুসি খানের গ্রামের বাড়ি চন্দনাইশে। একই সাথে সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তারা দুজনেই বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। বিএনপি দলীয়ভাবে ডা. শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন