সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ডের বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরো একটি লাশের হাড়গোড় উদ্ধার করেছে গাউছিয়া কমিটির মানবিক টিম।
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের নয় দিন পর বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও একটি লাশের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুন) বিকাল তিনটার সময় দেহাবশেষ উদ্ধার করে গাউছিয়া কমিটির মানবিক টিম। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের তথ্য প্রযুক্তি সম্পাদক মামুনুর রশিদ।
তিনি জানান, ‘সোমবার বিকালে পোড়া্ মালামালের স্তূপ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। উদ্ধার করা হাড়গুলোর মধ্যে একটি পায়ের ছোট অংশ। এছাড়া শরীরের বিভিন্ন অংশের হাড় রয়েছে। তবে সেগুলো এক ব্যক্তির, নাকি বিভিন্ন ব্যক্তির, তা বোঝা যাচ্ছে না।’
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, উদ্ধার করা হাড়গুলো ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। সংগ্রহ করা নমুনাগুলো পড়ে সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় গত ৪ জুন (শনিবার) বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় পাঁচশতাধিক মানুষ।