কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড »
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণে প্রায় ১ কিলোমিটার দূরের একটি কারখানার সিলিং ফ্যান পড়ে গুরুত্ব আহত হয়েছেন ইয়াসিন হাসান (২৫) নামের এক যুবক। তিনি বর্তমানে নগরীর মেট্রোপলিটন হাসপাতালের ২য় তলায় ২০৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন।
ইয়াসিন হাসান সীতাকুণ্ডের কদমরসুল এলাকার একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামের জেবল হোসেনের সন্তান।
ইয়াসিন হাসানের পরিবার জানান, তিনি কদমরসুলের একটি টেক্সটাইল মিলের জেনারেটর ম্যান হিসেবে কাজ করতেন। শনিবার বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের সময় সে কারখানায় কাজ করছিলেন। হঠাৎ কম্পন ও বিকট শব্দে মাথার উপরে থাকা সিলিং ফ্যানটি বাম হাতের ওপর পড়ে। এতে তার বাম হাত ভেঙে যায়।
ইয়াসিনের বাবা জেবেল হোসেন বলেন, আমরা এখনও সরকারি-বেসরকারি খাত থেকে কোনো আর্থিক সহায়তা পাইনি। ইয়াসিনের বাম হাতে অস্ত্রপচার করতে হবে। এজন্য দুই লাখ টাকা প্রয়োজন। এতো টাকা আমাদের কাছে নেই।
এসময় তিনি সরকারি ও বেসরকারি খাত থেকে আর্থিক সহায়তা কামনা করেন।