বাংলাধারা ডেস্ক »
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পরিচয় মেলেনি ১৯ জনের।
১৯ মরদেহ ও নিখোঁজসহ ২৩ জনের বিপরীতে মৃতদেহের পরিচয় শনাক্ত করতে ৪২ জনের ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা নিয়েছে সিআইডি।
অন্যদিকে শনাক্ত না হওয়া পর্যন্ত কোনো মরদেহ হস্তান্তর করা হবে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়, বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মরচুয়ারীতে (হিমঘরে) ১৫ টি, চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল মরচুয়ারীতে ২ টি ও চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মরচুয়ারীতে ২ টি মরদেহ রাখা হয়েছে।