বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
এর আগে তদন্ত কমিটির আহ্বায়কের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম নেতৃত্ব দেন। পরিদর্শনকালে বিএম ডিপো সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।
বদিউল আলম বলেন, কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগসহ বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করবে। এজন্য বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষকে বেশ কিছু কাগজপত্র সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে তদন্ত কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।