ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

বিক্ষোভ ঠেকাতে আমাকে কারারুদ্ধ করতে চায় সরকার: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক»

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন , বর্তমান সরকার তাঁকে কারারুদ্ধ করে পাকিস্তানজুড়ে চলা সরকারবিরোধী প্রতিবাদ–বিক্ষোভের লাগাম টানতে চায়।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজ দলের আইনজীবীদের সঙ্গে বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘চলমান বিক্ষোভ দমাতে শাহবাজ শরিফ সরকার বদ্ধপরিকর। তারই অংশ হিশেবে তারা আমাকে জেলে পাঠাতে চায়।’

ডন–এর একটি প্রতিবেদনে উল্লেখ করে, পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইমরান খান। পিটিআইয়ের ন্যাশনাল কাউন্সিলের বৈঠকে ইমরান খান বলেন, ‘পিটিয়আই চলমান বিক্ষোভকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই। সামনের কয়েক দিনের ভেতর বড় কর্মসূচির ঘোষণা আসবে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ করব আমরা। কেউই আমাদের দমাতে পারবে না। কারণ এটা আমাদের অধিকার।’

গত এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে অনুষ্ঠিত হওয়া অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার অভিযোগ, দেশি–বিদেশি ষড়যন্ত্রে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। এরপর আগাম নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে গত ২৫ মে ইসলামাবাদে ‘আজাদি মার্চ’ করে তাঁর দল পিটিআই।

আরও পড়ুন